আজ রাতে ভীষণ অন্ধকার,
জানি অভিমান নয় তুমি আমাকে
প্রবল ভাবে করছ অস্বীকার।
এই ভাবে হয়ত বুঝিয়ে দিচ্ছ
আমার অযোগ্যতা তোমার কাছে।
আমার হৃদয়ে মৃদু বাতাসে কম্পিত হতে থাকে
শুধু তোমাকে হারানোর ভয়।
জানি আজ আর আমার কোন
নিরাপদ আশ্রয় নেই তোমার মনে।
আমার ইচ্ছেগুলো রঙিন প্রজাপতি হয়ে
শুধু ডানা ঝাপটায় আর আটকে যায়
শুন্যতার কালো থাবায়।
পৃথিবীতে নেমে আসে গাঢ় অন্ধকার,
গ্রাস করে আমার সমস্ত স্বপ্নগুলোকে।
অসার হয়ে যায় আমার সমস্ত সত্ত্বা,
যেন এক আদিম অরণ্যে পড়ে আছি আমি।
তবুও একরাশ সুন্দরের স্বপ্ন নিয়ে
ভেসে ওঠে তোমারই মুখ,
আমার হৃদয়ে একমাত্র শাশ্বত সত্যের মত।
সহস্র গোলাপের কাঁটা বুকে নিয়ে
আমি বিজয় দিয়ে যাই তোমাকেই।