একদিন তোমাকে দেখেছিলাম
ট্রেনের দরজায় দাঁড়িয়ে, খুশিতে উচ্ছল,
প্রাণবন্ত ছিল তোমার মুখ।
গায়ে আকাশী নীল জামা, চোখে সানগ্লাস,
হয়ত দৃষ্টি ছিল আমার দিকেই।
মনে হয়েছিল তুমি বুঝি ডাকছ আমাকেই।
পৃথিবীর সমস্ত কলরব অকস্মাৎ
সাহারার নির্জন মরুভূমি হয়ে গেল,
সমস্ত মানুষ যেন অপার স্তব্ধতায় নির্বাক।
শুধু লাইন দাঁড়ান একটা ট্রেন যেন
চিরকাল অপেক্ষা করবে আমার জন্য।
আর কোন ট্রেন এই স্টেশনে আসবে না,
ওঠা নামা করবে না আর কোন যাত্রীই।
শুধু তুমিই থাকবে দরজায় দাঁড়িয়ে,
আর আমি তোমাকে দেখব অপার বিস্ময়ে।
অথচ অনেকগুলি লোহার চাকায়
আমার সমস্ত বাসনা চুরমার করে দিয়ে
তুমি চলে গেলে কি সুদূর।
হলো না পূর্ন আমার স্বপ্ন,
কেবল বুঝি বুকের মাঝে এক গভীর ক্ষত,
আর আমার সমস্ত সত্ত্বা জুড়ে
রয়ে যায় তোমারই উজ্জ্বল মুখচ্ছবি।