যেভাবে কালো মেঘ গ্রাস করে
নক্ষত্র ভরা রাতের উজ্জ্বলতা,
আমাদের মনুষ্য সমাজে সম্পর্কগুলোকে
সেভাবেই গ্রাস করে পঙ্গু করে দেয়
কিছু সামাজিকতার কাগুজে আবরণ।
অনেকেই সহজে তা টের পায় না,
কিন্তু সম্পর্কটা হয়ত রয়ে যায়
বাসি কিংবা পচা খাবারের মতন।
আন্তরিক পরিচয় অমাবস্যার অন্ধকারের
গ্রাসে পড়ে গেলে ঘটে যায়
আশা আকাঙ্খার প্রবল বিপর্যয়।
এখনও যে অন্ধকার রাতে
নিরুপমা কবিতার পিছনে ছুটি,
সে কি আমার নির্বুদ্ধিতা
নাকি কেবলই সব সম্পর্ক থেকে
পলায়নপর হওয়ার একমাত্র কারণ।
সমাজ সংসার ভুলে সাধকের মতো
ধ্যানমগ্নতায় শব্দমালা সাজাই নিরন্তর,
উন্মাদের মত, তা কি শুধু অর্থহীন প্রলাপ।
জীবনের পথে ব্যর্থ প্রেম আমাকে
ছোবল মারে প্রকাশ্যে বা অপ্রকাশ্যে।
তুমিই বলো নিয়তির এই খেলা
আর অমাবস্যার শত্রুতা আমি
ভাঙাচোরা চাঁদের মতো মুখ করে
কিভাবে এড়িয়ে যাব।