সুপ্রিয়া, তোমায় আমি ডাকছি
এই সকাল বেলা রাস্তায় দাঁড়িয়ে,
তুমি কি শুনতে পেলে না,
নাকি তোমার অনেক তাড়া ছিল।
তোমার কি এতই তাড়া ছিল
যে একবার ঘুরেও তাকাবে না।
আচ্ছা, তুমি মনে করে আমি
অন্য কাউকে ডাক দিই নি তো,
হটাৎ করে দেখলে একজনের সঙ্গে
আর এক জনের তফাৎ বোঝা যায় না।
যেমন করে একটা পাখির সাথে
আর একটা পাখিকে আলাদা ভাবা যায় না।
কিন্তু ভুল তো আমার হওয়ার নয়,
কারণ তুমিই তো আমার বুকের নিঃশ্বাস,
তুমিই তো আমার হৃদয়ের স্পন্দন।
নাকি তুমি পাকা অভিনেত্রীর মতো
চিনেও না চেনার ভান করলে।
আমিও ছুটে যেতে পারলাম না,
ভয়ে, যদি তোমাকে বিড়ম্বনায় ফেলি।
আমি তোমার জন্য অপেক্ষা করব,
ঘণ্টার পর ঘন্টা, দিনের পর দিন,
হয়ত আমি বদলে যাব অনেকটাই,
তুমিও যাবে বদলে সময়ের সাথেই।
তবুও আমি অপেক্ষা করতে থাকব,
তোমার আমাকে চিনতে পারার জন্য,
আমার ডাক তুমি শুনতে পাওয়ার জন্য,
আমার জীবনের হারিয়ে ফেলা কবিতার,
শব্দগুলো নতুন করে ফিরে পাওয়ার জন্য।