তুমি কি ক্ষণিক প্রেমিকা,নাকি
খেলাচ্ছলে এসেছিলে আমার জীবনে।
এ বিচার করার শক্তি আমার নেই,
কিন্তু চোখে ঘুম আসে না
কিছুতেই কোন রাতে।
কোন এক বসন্তের দিনে তুমি এসেছিলে
আমার জীবনে, বসেছিলে মোর পাশে।
তখনও আমি হৃদয়ের কাছে
বলেছি তোমার ভালোবাসার কথা।
আজ তুমি ও দৃষ্টি সরিয়ে নাও
আমার অস্তিত্ব হতে, মদির অনলে
পুড়ে যাই আমি তবুও
তোমার কাছে যেতে চাই বার বার।
আমি আজ পড়ে আছি এক মরুভূমির মাঝে,
যেখানে মরীচিকা আছে, মরুদ্যান নেই,
বার বার মুখ থুবড়ে পড়ে থাকি বালির মধ্যে,
আর চেয়ে থাকি অস্পষ্ট দিগন্তের দিকে।
অথচ সাধ ছিল তোমার নিজস্ব গুহায়,
আলো অন্ধকারে আমি বাঁচব
তোমাকে ভাল লাগা নিয়ে,
এই পৃথিবীতে এক সুতীব্র ঘোষণা নিয়ে,
সবচেয়ে অপরূপ শোভা তোমার মাঝেই।
আমার সব সাধ অঙ্কুরেই নষ্ট,
বুক ধুক ধুক করা খেলা তুমি জানতেই দিলে না।