তুমি ভুলে গেলে সেই সব দিন,
এত তাড়াতাড়ি, হয়ে কি ছলনাময়ী?
আমি ফেলে আসা দিনগুলি স্মৃতিতে রেখে,
বিরহকে ভুলে স্বপ্নকে করি জয়ী।
গহীন রাত্রে প্রেমাহত মনে জাগে আক্রোশ,
আমি শব্দকে করি হাতিয়ার,
আর জাগায় প্রেমের ধূসর প্রতিচ্ছবি।
অনন্ত বিরহ তুমি দিয়ে যাও, যদি পার,
আমি ভালোবেসে কার্পণ্য শিখিনি।
তুমি শুধু উপেক্ষা দিয়ে যাও,
আমার সমস্ত বোধের উৎস গ্রাস করে,
তবুও তোমার মুখের হাসিতে বিভোর হয়ে
আমি তোমাকেই রচি, তোমাকেই লিখি প্রিয়ে।
রাত্রি শেষে তিরবিদ্ধ আহত হরিণের মতো
আমার কবিতাগুলি পড়ে থাকে,
শুধু কিছু অবিন্যস্ত শব্দ হয়ে।