তোমার অসীম ঔদাস্য নিয়ে
তুমি আর কতকাল আমাকে
সরিয়ে রাখবে দূরে সর্বক্ষণ।
আমি ব্যাকুল হয়ে ডাকি
তোমায় সারা রাত ধরে,
ভীষণ একাকী লাগে নিজেকে।
আমি নিরাসক্ত ভাবে
অক্ষর ছিটিয়ে বসে থাকি,
আর সজীব পাতার ভিতর থেকে
চকিতে ভেসে ওঠে তোমার ওই চোখ দুটি।
এখন গ্রীষ্মে রাশি রাশি বেলফুল ফোটে,
আর আমার মনে পড়ে
কোন একদিন মধ্যরাতে তুমি
পরী হয়ে এসেছিলে আমার জীবনে।
আজ তুমি যেন থর থর নদী
আর আমি চাই শুধু তৃষ্ণার জল।
এক বিষাদের সুর বুনে দাও তুমি
আর হয়ে যাও কি সুদূর।
আমার প্রেমের মধ্যরাতে
ঝড় ওঠে হৃদয়ে, ভেঙ্গে পড়ে যায়
সবকিছু আর বৃষ্টি নামে চোখের জলে।
শেষ হয়ে যায় সব কবিতা,
আর আমাকেই ছোঁয় তোমার অমরতা।