অনেক স্বপ্ন আছে মনের চিলেকোঠায়
সেই সব স্বপ্ন, যা হয়তো কখনও সত্যি হবে না।
হয়তো  জীবনের রামধনু ঢেকে দেবে সেই সব স্বপ্ন ।
বেঁচে থাকব আরো একশ বছর, জীবন যে ভাবে রাখবে ।
একটা একটা করে স্বপ্ন হারিয়ে যাক কুয়াশাচ্ছন্ন রাস্তায়
তবেই তো আসবে নতুন স্বপ্নের অঝর বর্ষা ।


সেই সব স্বপ্ন, যা পূর্ণ হলে হইত অনেক কিছু হারাতাম ।
তাই, স্বপ্ন বাস্তব নাইবা হল, স্বপ্নেই সত্যি হোক স্বপ্ন ।
স্নিগ্ধ বাতাস ছুয়ে যাক ফুসফুস, স্বপ্ন পুষে রাখি হৃদপিন্ডে।
নতুন স্বপ্নেরা ছুটে আসুক নিঝুম রাতের বন্ধ থাকা চোখে ।