রামধনুর রঙ মনে,
হৃদয়ে বাঁধন খুলে..
রঙের উৎসব আসে,
আনন্দে হৃদয় নাচে।
তিক্ততা দূরে ফেলে..
সৌহার্দ্য সম্প্রীতির প্রাণে,
বসন্তে হোলির আগমনে,
হৃদয় নানান রঙে সাজে।


দেখি পৃথিবীতে কালো ধোঁয়া,
অমানবিকতার লেগেছে ছোঁয়া।
রক্তের নদীর স্রোত বয়ে চলে,
মাতৃত্ব হারায় শিশু আগুন বানে।
শিশু লোহিত কণিকা স্নানে,
মাটি রক্তের হোলি দেখে।
শত‌ সহস্র শিশুর জীবনদানে,
মানুষ কুলষিত ইতিহাস রচে।


নতুন স্বপ্ন মনে,
হোলির সমাপনে..
মানুষ সব দুঃখ ভুলে,
মনুষ্যত্বের ধর্ম পরিচয়ে।
আবার অপেক্ষায় বসে,
আগামী হোলির দিনের।
খেলবে হোলি প্রেমের,
মধুর ইতিহাস সূচনাতে।