দেশ নাকি প্রগতিশীল
উন্নয়ন হয়েছে গতিশীল।
তাহলে....
আজ বলি কিছু সত্যি কথা,
যখন দেখি বাড়ছে অরাজকতা,অন‍্যায়,অবক্ষয়
কারো নেই বিশ্বাস এতটুকু কোথাও
                         সব শুধুই পাচ্ছে ভয় !
যখন দেখছি চারিপাশে...
প্রশাসনের গাফিলতি - পদোন্নতিতে এত নয়ছয়,
তখন কোথাও...এখনো শোনা য়ায়
যখন দুটো লোকের ঝগড়া প্রায় শেষ সীমানায়
একে অপরকে বলে ওঠে...
ঠিক আছে..দেখা হবে আদালতের ভিতর ।


বিচারে হয়ত বিশ্বস্থতা আছে এখনোও সবার,
ওই উঁচু চেয়ারে বসে থাকা বিচার ব‍্যবস্থার উপর।


তবু ওই কতজন কাটাচ্ছে দুঃস্বপ্নের প্রহর,
বাড়িতে -বাইরে কাটছে আদালতের চক্বর।
জীবন্ত শুধু অচেনা অন‍্যের ভুল
তবুও চেষ্টা করবে সব নির্ভুল
অবশেষে ওরা দেখে
সততা এখন শুধুই অভিশপ্ত পুতুল।