বেপরোয়ারা কানে মুঠোফোন নিয়ে রাস্তায় দিয়ে হাঁটে
কিমবা রেলগাড়ির লাইনে বধির হ‌য়ে মনের কথা বলে
জীবনের দাম নিত্য ভালোবাসা তৃণসম ভেবে
ভালোবাসার অপমান করে সাবধানতার বুকে লাথি মারে।


গভীর রাতে অশুভ খবর স্তব্ধতা আনে ঘরে
কিমবা সকালে খবরের কাগজ পড়ে স্বপ্ন ভাঙে
সুরক্ষার সব চেষ্টা বৃথা আপনজনের
চিরনিদ্রা লাভ নিজ সুরক্ষার অবচেতনার জ্ঞানে।


চারিপাশে করছে মেকি স্বপ্ন দেখাবার নেশা
সুরক্ষিত থাকবে সেইজন করবে সাবধানতার
ভালোবাসা ।