একটা মানুষ ছিল পাশে,
থাকবেও জানি শুধু সময়ের অপেক্ষায়।
এখন অনেক দূরে মরুভূমিতে,
শুষ্ক মনে জল পেতে চায়।


জীবনে মরিচিকা দেখতে পায় !
ক্যাকটাসের কাঁটা এড়াতে গিয়ে পথ হারায়,
চারপাশে রৌদ্রতাপ,নেই কোনো খোলা আকাশ !
শুধুই আছে নিয়ে বদ্ধ ঘরের রুদ্ধ বাতাস।


তবু অপরিচিত অপরিণত মনে সেখানে যায়,
ভুলে যায়....সব ভাবনায় ।


যেখানে এমন‌ও একটা দিনের ছিলো না আকাল,
শুধুই ঝলমলে সকাল
কিছুটা স্নিগ্ধ বিকেল
অসমাপ্ত ভালোবাসার মেল ।


তবু এখন‌ও সব ভুলতে চায়,
পরাধীন হতে চায় ।
ভুলে গেছে জীবনের এক নদীর ন্যায়,
অনেক বাঁধার পর সঠিক পথ খুঁজে পায়।


তখন কেউ থাকেনা পাশে,
তারপর একদিন সবশেষে...
সত্যিই জীবন পুরোপুরি স্বাধীন হয়ে যায়।