অন্ধকারে ঘরের পথে ফেরা..
সীমান্তের দুঃখ কষ্টগুলো মনে রাখা,
ভালোবাসার হাতছানি নিয়ে-
ফিরছি তোমার কাছে,
প্রশ্ন ছিলো মনে....
কোনো রঙে দেখবো তোমায় ?
লাল না নীল না কমলা না সবুজের ছায়ায়,
এখন শুধু অপেক্ষা মনে রঙ চিনে নেয়ায় ।
আসলে চারিদিকে এখন লাল আর কালো,
সব অন্ধকূপে পড়ে আছে স্বাধীনতার ইতিহাসে।