অন্তহীন সমুদ্র দেখেছি কাছে
কখনো ভাস্কোদাগামার চোখে
প্রভাতে দিগন্তের অর্কের আবিষ্কারে
দিনান্তে অদিতির বিদায়কালে।
অন্তহীন সমুদ্র দেখেছি কাছে
প্রলয়ের তুফানে সৃষ্টির বিসর্জনে
মন্থনের প্রাচীন পুরাণের উপাখ্যানে
রামচন্দ্রের সেতুবন্ধনে।
অন্তহীন সমুদ্র দেখেছি কাছে
রহস্যময় পৃথিবী ইতিহাস উন্মোচনে
রাতের আকাশে উত্তাল ঢেউ চারপাশে
আমি সমুদ্রকে দেখেছি হৃদয় মাঝে।
অন্তহীন সমুদ্র দেখেছি কাছে
সহস্রাধিক স্রোতের কলরবের ঘাতে
মনের চারিপাশে প্রলয়ের মাঝে
আবার ঢেউয়ের শীতল সৃজনের সাথে।
অন্তহীন সমুদ্র দেখেছি কাছে
কোথাও শতাব্দীর স্বপ্ন সন্ধানে
কোথাও পরিতৃপ্তির বালুচরে
জীবন হারাতে সমুদ্রের গভীরে।
আমি সমুদ্রকে দেখেছি কাছে থেকে।