অনুযোগ করো না আর,
মিছে ডেকে এনো না অনুশয় বারবার !
পারলে অনুতপ্ত হও কিছুটা ভাবনায়
না হলে যাও যাও যাও
করোনা আমার সময়ের অপচয়।


দেখো একদিন হবে অনুশোচনা তোমার ,
যেদিন হারিয়ে ছিলে তুমি বিশ্বাস আমার।
কৃতকর্মের ফল হয়তো অদেখা আজ,
যতই হোক যতই..
জানি তুমি ওই ওঠোনি আজও আমার।


ছিলো মেকি আবরণের সাজ,
যা মনে আমার আগুন জ্বালায় আজ।
জেনো জ্বলন্ত একটি মন,
বার বার পরখ করছে রোজ-
পরতে পরতে অনুভব ছোঁয়ায়।


তাই অনুলিপ্ত করা তোমার,
অদেখা অসংকল্পিত মন
এখন দাঁড়িয়ে আছে-
সব সম্পর্কের শেষ সীমানায়।