স্বপ্নে এসেছিলো,
হৃদয়ে প্রেমের আহ্বানে..
নিঃসঙ্গ নিস্তব্ধ জীবনে পথে,
তৃষ্ণার্ত পথিক চলেছিল মরুদ্যানে।
গোলাপের পাঁপড়ির মতো আশা ফেলে,
অনেকটা পথ ভুলে মিথ্যা জীবন কাটে।


কত হারিয়েছি,
কত পেয়েছি বেহিসাবি,
শুধু প্রেমের তোমার চোখদুটি..
মনের মাঝে স্বপ্নের হৃদয়খানি,
প্রেমের জলে ভেজার ইচ্ছে রোজ..
উপেক্ষিত সেই হারানো প্রেমের আজ।


হয়ত অপেক্ষায়,
আবার নতুন দিনের..
আর ভুল হবে না আমার,
চোখের মাঝে থাকবো না অচেনা,
মরূদ্যানে আর দেখবো না মরীচিকা..
তৃষ্ণার বারি খুঁজে পাবো হৃদয়ে বসে,
গোলাপ হয়ে স্বপ্ন দেখি তোমার হৃদয়ে ।