রজনীর পূর্ণাঙ্গ চাঁদের আলো..
জোছনায় ভেসেছে হারানো মন,
মুখোমুখি দুচোখে যৌবনকে ফিরে পাওয়া।
গোলাপের পাঁপড়ির আহ্বান,
স্বপ্ন পূরনের আহ্বানে মনে-
হৃদয়ের প্রেমের বারিধারায় স্নান।


তুমি আসো হ‍্যালির ধুমকেতুর মতো,
আমার হৃদয়ে ইচ্ছাপূরণের বার্তা নিয়ে..
আগামী দিনের স্মৃতির পাতা আঁকায়..
প্রেম আজ অমরত্বের সন্ধানে ফিরেছে কাছে।


অতীতের আকাশে ছিলো কালো মেঘ...
ঢেকেছিলো বিশ্বাস, প্রেম ছিলো নির্বাক,
জীবনের অসমাপ্ত হারানো প্রেম-
হৃদয়ের মাঝে দেখছে কারাগারের ডাক।


আজ প্রেম এক সমান রেখা এঁকেছে মনে,
আমার নতুন পৃথিবীর বুকে দিয়েছে-
এক উষ্ণ প্রেমের স্বাধীনতার ডাক,
গোলাপের পাঁপড়ির ছোঁয়ায়...


রোজ আমি অপেক্ষায় থাকি-
হ‍্যালির ধুমকেতুর ।