নিজের পিঠ না দেখা মানুষ
সঞ্জয় কুমার মুখোপাধ্যায়


অনেক দিন এখানে বৃষ্টি নেই,
গুমোট বাতাস
                  করছে আনাগোনা
খালি ভারী নিঃশ্বাসের শব্দ পাই।


মাঝে মাঝে হয়েছে তপ্ত রৌদ্রস্নান,
দেখলাম না কোনোদিন  
                   তোতা ময়নার জীবন।


চোখের জল হয়েছে এখন বাষ্পীভূত
মনের গভীরে অতীত গুলো জ্বলন্ত ।


তবু চলেছি অনেকটা পথ,
ভেবেছি অনেকটা সময়
তবু অতীতের স্মৃতিগুলো..
                      এখন‌ও সব অক্ষয়।


শুধুই দেখলাম মনের বদ্ধ আকাশ  ,
নিজের পিঠ না দেখা একটা মানুষ ।


সে সবকিছু পেয়েও দেখাচ্ছে অবিশ্বাস...
ফেলছে আমার কাছে অবিশ্বাসের ভারী নিঃশ্বাস।


©® সংরক্ষিত