পূর্ণিমার ওই চন্দ্রিমাকে কত রজনী দেখেছি
কালো মেঘের আড়াল করা ক্ষণিকের গ্লানি আমি মেখেছি
রুপোলী আলোক স্নিগ্ধ প্রেমে তোমায় ভালোবেসেছি।


মুক্ত আকাশে মোরা জোনাকি জ্বলি,তোমার আলোয় ভেসেছি
কখনও আবার তোমার অভাবে অন্ধকারে থেকেছি
রাতের আকাশে তুমি সুন্দর,দাও পরিচিতি মোদের সবারে।


অমাবস্যায় তোমার ক্রন্দন শুনে,মোরা কতদিন কেঁদেছি
কখনো তোমার অর্ধ ফালি,নতুন রূপে ফিরে পেয়েছি
কখনো বা দেবাধিদেবের মস্তকে তোমায় দেখেছি।


শৃঙ্গ চুড়ায় তোমার আলোয়ে দিব্যজ্যোতি দিতে দেখেছি
মানবসরবরে তোমার প্রেমের আগুনে মোরা জ্বলেছি
কখনো বা তোমায় নিয়ে গঙ্গা বক্ষে আলোর খেলায় মেতেছি।


জোয়ার ভাটার দুই অভিজ্ঞান তোমার দানে পায় ধরাধাম
সন্ধ্যাবেলার মোদের মাঝে রানী বেশে নিত্য বিরাম।


সঞ্জয় কুমার মুখোপাধ্যায়
কলিকাতা
৯৮৩১৮৪০১৯৬