বহুদিন তুমি জেগে আছো,
দেশের নিরলস জীবন স্রোত।


ধর্মের নামে কালিমা মুছে-
দেখেছি মৈত্রী বন্ধন।
চারদিকে পথের যোগ-সেতু নির্মাণ,
প্রবাহিত তরঙ্গিণী-র মিলনস্থলের বপন।


একদিকে রামের বাসস্থান-
কবিতার পুষ্পাঞ্জলি নবী,
তোমার অমর কথার বাণী।


আজ তুমি নেই,
জানিনা ভবিষ্যত ?


শুধুই তোমার বলিদান,
আজ জন্মভূমির তটিনীতে তুমি ভাসমান,
ডেকে আনবে জাতির নবাঙ্কুর, তোমায় নমন।