আগে পরিবারের উপর আস্থা ছিল,
এখন ব্যক্তির ওপর আস্থা রাখা গেছে।


সবটাই ভবিষ্যতে খুলবে দেশে নব দিগন্ত,
হয়তো দেখবো পরিবর্তনের উজ্জ্বল দৃষ্টান্ত‌ !
তবু কেন শুনছি আজাদহিন্দ ভুলে
জয়হিন্দের কোন্দল।

গণতন্ত্রে ব্যক্তিতন্ত্রের প্রবেশ এখন অবাধ,
নতুন পরিচালনায় নতুন মুখ সবটাই ভালো,
যদি দেখি দেশের কাজে লাগলো।


মানুষের মনে অতীত থেকে প্রশ্ন জেগেছে,
তাই দায়িত্বশীল মানুষ বেড়েছে ।


কিন্তু ফিরে আসে নি..
বাহির হতে কালো টাকা
না খেতে পাওয়া মানুষের কাজে ভালোবাসা ।
নতুন নতুন পুঁজিবাদী মুখ ?
হারিয়েছে কি সন্ত্রাস রাতের অন্ধকারে ?
বন্ধ হয়নি জন্মের আগে শিশুর কান্না
এখনো অনেক দেরি।


কারণ রাজনীতি লিখছে এক নতুন অধ্যায়,
ভোটের নামে ব্যাধি ডেকেছে ঈশ্বর-ক্ষমতায় !
তাই জলাতঙ্ক থেকে রামআতঙ্ক দেখি সমতায়।


©® সঞ্জয় কুমার মুখোপাধ্যায়