সেল সেল সেল !
চৈত্র মাসে বসেছে অঢেল,
দোকানদারের একটু আশা,
কেনাবেচার অভিলাষা।
মানুষের ইচ্ছা কত,
পাবে সস্তায় যত।
কিনবে নতুন জামা,
ফুরাবে মনের আশা।
পুরানো পূঁজি পাল্টে হবে,
নতুন বছরের স্বপ্ন দেখা।
সেল সেল সেল !
নতুন দামের খেল।
শপিং মলে ফুটপাতে,
প্রলোভন মনে হাঁটে।
বাজার চাঙ্গা হবে বলে,
প্রতি বছরের চৈত্র সেল।
নববর্ষের নতুন খাতা,
বিক্রি বাড়াতে সেল ডাকা।