মাথা অবধি না হয় ডুবলাম,
ভাবছি দেখি না কেমনটা হয় !
এতদিন শুধু স্বপ্নের ভাবনাতে ভেসেছি,
তাই জীবনের জমা-খরচের হিসেব নেই।


একসময় সবাই বলতো ভালো,
আদর,আপ্যায়ন,নিমন্ত্রণ সবই ছিলো যেমন দিনের আলো।
জীবনের প্রথমার্ধে বোধহয় এমনটাই হয় !
এবার হয়তো এক আঘাতে ডুববো।


সবশেষে একটা মুক্তির,স্বাধীনতার আনন্দ আছে,
কিন্তু সে আর বুঝবে কে ‌?
হোক না তাতে স্বার্থের বলি আশেপাশের সব ।


একরকম জীবন যে সবার জন্য নয়,
তাই এবার নিশ্চিত স্বেচ্ছায় ডুববো ।
আমি যে এখন সবকিছু ছেড়ে স্বার্থপর,
তাই এবার গ্যারান্টি দিচ্ছি নিশ্চিত আমি ডুববো।