তুমি নাকি চরিত্রে দৃঢ়,
মহীরুহ হয়ে ছিলে-
সুসজ্জিত নীল সাদা রঙে‌ গাঢ়।
ধরা পরেনি তোমার মৃত্যুর ফাঁদ,
তাই হঠাৎ শুনেছি দুপূরে কংক্রিটের আর্তনাদ।


দিনের পর দিন অবহেলায় দুলে,
আজ তুমি ভূপতিত হেলায় খেলার ছলে।
জীবন এখন এক ধ্বংসস্তূপ-সবাই চুপ,
চতুর্দিকে শুধুই গোপনীয়তা আর নিঃশ্চুপ।


স্তব্ধতা বিরাজমান রাজনৈতিক চাপানউতোর,
বিগতদিনের কেচ্ছা নাকি মাটির নীচে কবর !
এখন লাল বাতির গাড়িগুলোর আনাগোনা,
মানুষের দেখছে নতুন বিড়ম্বনা।


পরিশেষে লাখ টাকার নিয়ে ভাষণ,
যদি এতে মুখ তো বন্ধ হয় কিছুক্ষণ।


টেমস্ নদীর তীর নাইবা তৈরী হোক !
উপরের রেল লাইন তো বন্ধ করা যাক।


ওটাই তো‌ লাখ টাকার প্রশ্ন আজ-
অসম্পূর্ণ হয়ে পরে থাকলে ধরবে করোসান ,
দেখভাল না হলে কি হবে মুস্কিল আসান ?