(১)


চারদিকে কংক্রিটের জঙ্গল,
ডেকে এনেছে যত অমঙ্গল।
পদস্খলনে কতগুলো ব্রীজের স্তূপাকার,
জীবন এখন দেখছে শুধুই হাহাকার।


(২)


সারাদিন ঝিরঝিরে বৃষ্টি,
সেদিনের ছিলো যত অনাসৃষ্টি।
কত আশা নিরাশা ছিলো দোদুল্যমান,
জীবনে আজ এখন নেতারাই ভগবান।


(৩)


তোমাদের ব্রীজে বসে আছে এক রাক্ষস,
দেখভাল ছিলো না তাই যত আক্রোশ।
রাস্তায় পুজো করো দুধের জল ঢেলে,
কখনো শিব কখনো লাল সুতো বেঁধে।