তুমি নাকি সবার মা হয়েছো ?
মায়ের রূপে লালন করবে মাটির মতো..
যদি বলি স্বপ্নের কথায় না ভেসে,
মাটিতে পা রেখে পথে চলতে পারতে।
আকাশের পাখি কুহুতানে,
সবাইকে মনের গান গাইতে দিতে।
পারতে না তোমার সবুজ মনে,
চারিদিকে কিশলয় গুলোকে বড় করতে।
সেইতো লাল আবীরের মুখে দেহে লেপে,
লোহিত কণিকায় সবাই স্নানের অবগাহনে।
যদি বলি সব ক্ষমতার অধিকারের লোভে,
আধিপত্য নিয়ে সিংহাসনে বসে।
আর রাজার মূর্তি পূজায় ব‍্যস্ত,
হয়তো আবার আসবে কোন এক গুপি বাঘা,
প্রজারা দুবেলা না খেতে পেয়ে ভাত এক থালা।
দেবে না তো টান মাটির মূর্তিতে,
শতাব্দীর হাসি অগোচরে হাসছে মূর্তি পুজোতে।