এখন এই রোগ দেখছি দিনদিন বাড়ন্ত !
এমন একটা ভাবনা যখন হছে জীবন্ত...
যে খালি ধর্মঘটের বিশ্বাস সবকিছুকে করবে শান্ত ।


ঈশ্বরের পরে যারা পূজনীয়...বলি,
রাজনীতির নাগপাশে হচ্ছেন অসহিস্নুতার বলি ।
ওরা এখন মানুষের মুখোমুখি...।।
পাশে না থেকে শুধুই সংঘাতে মুখাপেক্ষী ।


জীবন যেমন সব সময় দামি,
মৃত্যু কখনো হয় অবশ্যম্ভাবী...।
তাই কথাটা একটু বুঝুন...
আজ অপমান অবিশ্বাস নিয়ে সবাই রাস্তায় করছে আত্মপক্ষ সমর্থন।


ওরাও তো মানুষ তারপর মানব ঈশ্বর,
অন্যায় দিয়ে ছোঁড়া একটা প্রস্তর কখনো হতে পারে না
ওদের পূজার অবলম্বন।


ভুলে গেলে হবে না গরিবদের ওরাই সম্বল,
দুর্দিনের ওরাই মনোবল।


তাই সরকারি রঙ ধর্ম ছেড়ে ,
বোকা বাক্সের উসকানি ভুলে মেরে...
হোক না বন্ধ সরকারি অবহেলা –
অন্যায় আরোগ্য নিকেতনে রাজনীতির খেলা।