অজানা ভবিষ্যতে সব অন্ধকারে মোড়া,
মানুষের ক্ষোভ কষ্টগুলো দাবানলে ছাইচাপা।
মাঝে মাঝে খুঁচিয়ে আগুন বাড়ানো চেষ্টা চলে,
খবরের কাগজে নিত‍্য বেআব্রু হবার বোঝা।
সভ‍্যতার গতিধারা যেন থাকে পেন্ডুলামের সাথে,
তাই রবি ঠাকুরের গান বাজে হৃদয়ের মাঝে,
হয়তো তাতে মানুষের দুঃখ ব‍্যাথা যদি মরে ।


আলোর দিশা আছে আলো আছে,
রাস্তার বড় বাড়ীর মুখ সাজানো আছে,
জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের আশা নিয়ে সবাই বেঁচে,
তবু রোজ  রক্তের শহীদ বেদীতে পুষ্পস্তবক চড়ে।
বন্ধ কারখানাতে চলে বোমা বাঁধার কাজ,
পেটে ভাত নেই গায়ে কাপড় নেই শুধু স্বপ্ন মনে,
বন্ধ কারখানাগুলোর গেটে ইতিহাসের স্মৃতি দেখে।


খোলে না কিছু  শুধু বন্ধ আর বন্ধ অন্ধকারে,
মানুষ শুধু উঁচু অট্টালিকা শপিং মলের আলোয় ভাসে।
ফুটপাতে বসে লকআউটের শ্রমিকশ্রেণীর সর্বনাশ,
হাতে কিছু নেই আছে শুধু ফুটপাতে দোকান,
রিক্সা না হলে দরজায় দরজায় ফেরি করা,
লোকের কথায় যা ছাইপাশ।