তখন ছিলাম না কেউ,
শুধুই ছিলো তোর আর আমার হৃদির ঢেউ,
আর ছিল ভরা বসন্তের সুবাস-
শুধু ঝর্ণার জলে মনের ভেজার আশ্বাস।


ছিলো সবুজের ছিটে মনের সাথে,
মরুভূমির রুক্ষতায় মনের বৃষ্টির বারি হাতে-
তুই দিয়েছিলি আমায় তোর আবেগের সংবাদ।


এবারে যদি হয় অপূর্ন আমার সব,
যাবো মহাকাশে ভেসে অনেকটা পথ...
জানি হয়তো সহস্র যোজন দূরে-
কোনো এক নতুন পৃথিবী অপেক্ষায় আছে,
শপথ নেবো সেখানে দুজনা মিলন স্রোতে।


তাই অপেক্ষায় নব জন্মের..গ্ৰহ হতে গ্ৰহান্তরে,
থাকবে এবার শুধুই দুজনার সন্তর্পনে সন্তরণ।