নিম কাঠ স্তূপাকার,
চূর্ণী নদীর পাড় ।
শ্মশানের আগুনে ছাড়খার।


পুড়ছে সবাই...
পুড়ছে ওর জীবনের যত আবদার,
তবু একটু শীতল এর খোঁজে এই নদীর পাড় ।


যাতে সবশেষে একটু জল পেয়ে...
মেটায় জীবনের সব দায়ভার !
শুধু ওই মৃতদেহটা জানে যৌতুকের কত ভার।