ফ্রাঙ্কেনস্টাইন মানুষই গড়বে!
মানুষ ভুলে গেছে সেই তাকে মারবে!
কৌশলে পাওয়া জয়! কে আর লড়বে?
জয়? কাকে নিয়ে উপভোগ করবে?
আলো আছে মানবিকতার
অমানবিকতার অন্ধকার!
আছে তোমার?
হাত দুটোতে সৃষ্টি আছে, শক্তি আছে ধ্বংসের।
কৃষ্ণের জন্মভূমি,কারাগার কংসের।
মানুষ তোমার দৃষ্টি আছে মিশন মঙ্গলের।
মানুষ তোমার মাথায় আছে রাজত্ব জঙ্গলের।
মানুষ তোমার হৃদয় আছে ভালবাসার জন্য।
মানুষ তোমার লোভ-লালসা নিজেকেই করো পণ্য। মানুষ তোমার চেষ্টা অসীম বাঁচতে সুস্থ-সবল।
মানুষ তুমিই শ্বাপদ হয়ে নিজেকেই মারো ছোবল!
মানুষ তুমি বাণিজ্য করো মানুষ মারার অস্ত্রে!
মানুষ তোমার লাগে না রক্ত একবিন্দুও বস্ত্রে?
মানুষ তোমার আগুনে পুড়েছে জঙ্গল কাড়িকাড়ি।
পশু-মেধের পোঁড়া গন্ধে বাতাস ভীষণ ভারী!
মানুষ তুমি পঞ্চভূতের কন্ঠ ধরেছো চেপে!
পঞ্চভূতেই বিলীন হবে, তবু হাত ওঠেনি কেঁপে?
এখনই সময়
দ্বিধা-দ্বন্দ্ব-ভয়
ভুলে যাও।
নিজেকে বদলে নাও।
কি লাভ? আলো-আঁধারের খেলাতে মেতে!
একদিন পৃথিবী ছেড়ে তোমাকে হবেই যেতে।
তোমার বিশ্ব আবারও বিশ্ব সেরা হবে।
রামধনু রঙ আলোর ধারায় স্নান করে নাও তবে।