আকাশ হাসে চুপটি করে সাগর পানে চেয়ে।
    সাগর মাতে হুল্লোড়ে'তে ঢেউ কে কাছে পেয়ে!
    রাতের বিশাল আঁধার আকাশ তারা'রা দেয় হানা।
     আঁধার আকাশ পেয়ে গেল আলোরই ঠিকানা!
      মিটি মিটি হেসে তারা, বলে, আকাশ ভাই,
     তোমার আঁধার আছে বলেই আমরা কদর পাই।
     এমন আকাশ, এমন সাগর, ভিজিয়ে দিল মন।
     চোখের পলক খোলা থাকুক, আরও কিছুক্ষণ।


    আকাশ বলে দিনের বেলায় কোথায় দেবে পাড়ি?
     তারা বলে ঘুমোতে যাবো, সূর্য্যি দাদার বাড়ী।
    সাগর বলে, আকাশ তুমি ওদের নিয়েই থাকো।
   আকাশ বলে, আসবো আমি, আমায় যদি ডাকো?
   ভোরের সাগর, প্রেমে মুখর, বাতাস-ঢেউয়ের গানে।
     দূরের আকাশ নেমে আসে এমন সুরের টানে।
   এমন আকাশ, এমন সাগর, ভিজিয়ে দিল মন।
   চোখের পলক খোলা থাকুক, আরও কিছুক্ষণ।


   আকাশ, সাগর ছোঁবে বলে, আরও কাছে আসে।
   মেঘের চাদর সরিয়ে দু-জন, দিক-চক্রে মেশে।
      দু-জনারই পরশ লাগে দু-জনারই গালে।
   ভূ-লোক, দ্যু-লোক, দ্যাখে চেয়ে দিক-চক্র-বালে।
   লজ্জা-লালি, সূর্য্য-কিরণ আকাশ সাগর মাখা।
   কোন সে জাদু-তুলির টানে এমন ছবি আঁকা!
   আকাশ-ভরা, সূর্য্য-তারা, সাগর ভরা গান।
   চাঁদ,সাগরের কাছে এলেই, ভালো বাসার টান।
   এমন আকাশ, এমন সাগর, ভিজিয়ে দিল মন।
    চোখের পলক খোলা থাকুক, আরও কিছুক্ষণ।