ইশারায়
শংকর ব্রহ্ম


                             অনেক দিনের পর বাজারের পথে
অকস্মাৎ দেখা হয়ে গেল আমার স্বপ্নের সাথে ,
      সে আমাকে দেখে হেসে কাছে ডাকে ইশারায় হাতে
যেই হাত ধরে আমি বহুদিন তার সাথে বেড়িয়েছি একা    
        আজ সেই হাতে ধরা অপরূপ অনিন্দ এক খোকা।
আমি তাকে এড়াতে পারি না কিছুতেই
                          পিছনে পিছনে ঘুরি, ছায়া হয়ে নিজে
দেরী হয়ে যায় সব কাজে,
বাড়ি ফিরে বলি, আজ আর যাব পড়াতে
      তাই শুনে গিন্নি হাসে, আর মনে খুব খুশি হয় তাতে।