ক্ষ্যাপার মতো
শংকর ব্রহ্ম


চাঁদ ঢুকেছে অন্ধকারে
                                    রাত দুপুরে আমার ঘরে,
চাঁদের আলোয় ঘর আলোময়
                                  এরপরে কি আর ঘুম হয়?
তাকে আমি জড়িয়ে ধরে
                                     কাছে টানি আপন করে,
আর তখনই ঘুম এসে যায়
                             চাঁদের আলো কোথায় হারায়?


নৈঃশব্দের অন্ধকারে
                               একাই যে প্রেম খেলা করে,
চাঁদ এসে তো তার সাথে
                              যদি সে খেলায়  হঠাৎ মাতে,
তখন তুমি থাক কাছে কার
                                 নিশুত রাতের  অন্ধকারে?
বদ্ধ জীবনে, মন কেন তার
                          ক্ষ্যাপার মতো প্রেম খুঁজে মরে?