মানব সেবায় দান
শংকর ব্রহ্ম
মানবতায় উঠি ফুটে প্রেম পেলে যাই ছুটে
আনন্দ পাই যেখানে যত নিই যে লুটে পুটে,
কবি বলে মানেন যারা বলি তাদের শুনুন
প্রতি মুহূর্তে বুকের ভিতর স্বপ্নের বীজ বুনুন।
দুঃখগুলো পুষে রাখি জানি তো সুখ ফাঁকি
ধার-দেনা সব মিটিয়ে দিই পাওনা রাখি বাকি,
লোভকে নিজের শাসন করি দূরে রাখি ভয়
মেনে নিয়েই আমার সকল ক্ষতি এবং ক্ষয়।
জীবন তোমার সবার মতো ভীষণ মূল্যবান
সেই জীবনটা পারলে করো মানব সেবায় দান।