রথের দড়ি
শংকর ব্রহ্ম
হাতে চিনি ও কলা নিয়ে
রথের মেলায় গিয়ে,
দড়ি ধরে মাসির বাড়ি যাব
মেসোকে কাছে পাব।
আমি ভেবেছিরাম তাই
মেলায় গিয়ে শুনি ভাই,
যাবে না মাসির বাড়ি
রথ যাবে পিসির বাড়ি।
মা মাসি, বনগা মাসি
ওরা তো সবাই পর,
পিসির বাড়ি যাবি যদি
তবে রথের দড়ি ধর।