সম্পর্ক(- ২)
শংকর ব্রহ্ম
স্পর্শের বাইরে যে বর্ণময় সম্পর্ক
তাকে ব্যাখ্যা করা দূরহ
শুধুমাত্র অনুভব করা যায়,
তাকে প্রকাশের চেষ্টা
যেন এক হাস্যকর পর্যায়
অনুভূতি যাকে আড়ালেই
রাখতে চায় যখন।
ভালবাসার যা ধরণ ধারণ
তা কি বোঝে নাকি মন?