কবিতা  


সর্বস্ব পণ
(বিশ্ব কবিতা দিবসে)
শংকর ব্রহ্ম


অনেকেই নিষেধ করেছে অথচ আমি তা শুনিনি
কবিতা হে প্রেয়সী আমার
তোমাকেই সর্বস্ব পণ করে আমি এক জুয়ায় মেতেছি


অনাহারে কেটে গেছে দিন তবু আমি তোমাকে ভুলিনি
অথচ একদিন যারা খুব প্রিয়জন ছিল
তারা সব আমার এই দুর্মতি দেখে
আমাকে পাগল ভেবে করুণা করেছে
আর সব ধীরে ধীরে সরে গেছে দূরে
আমাকে মুক্তি দিয়ে নির্জন করেছে


যদি আমি মৃত্যুরও মুখোমুখি হই তোমার কারণে
হে প্রেয়সী কবিতা আমার
তবুও তোমার আনত বুকেওষ্ঠ রেখে
মরে যেতে রাজী আছি আমি