স্বভাব
শংকর  ব্রহ্ম


এলোমেলো করে দে মা লুটে-পুটে খাই ,
                                             এই নীতি কেউ কেউ চায়।
আমাদেরও থাকে কিছু দায়
                                              সেই পথে রুখে দাঁড়াবার ,
এই কথা কবিতায় বলে বারবার
                              নিন্দিত হয়েছি কিছু বন্ধুদের কাছে।
তারা বলে নির্দিধায়,এ'সব বলায়
                               ঘটে নাকি কবিতায় শিল্পের অভাব ,
কি করব? প্রতিবাদ করা যে আমার স্বভাব।
                                 তোমরা কবিতা লেখ শিল্প সম্ভারে
তবু আমি প্রতিবাদ করে যাব কবিতায় , গল্পে বারেবারে।