কে গো তুমি সহজ বেশে
     এসেছিলে সেদিন মম হৃদয় দ্বারে?
হেসেছিলে দৃষ্টিসীমা অতিক্রমী দিগন্তের শেষে-
               গোধুলির পশ্চিমাকাশে,
   নয়ন কভু দেখেনি গো তোমারে!


দিয়েছিলে গো সেদিন মোর গগনখানি রঙে ছেয়ে-
        শূন্য হিয়ায় জাগিয়েছিলে প্রণয় মায়া,
সেদিন তবে কেন চরণ ফেলার আগে
          তোমার তরে হৃদয় যবে শরণ মাগে-
বলোনি কেন তুমি অন্য কারো জায়া?


রচনাকাল: ০১/০৪/২০১৮ সময়- সকাল