বিশ্বাস করবে ভাই, আমি গিয়েছিলাম একদেশে,
সেখানে দেখি আজব কান্ড, গরুকে খাচ্ছে ঘাসে,
মাছেরা সব উড়ছে আকাশে, পাখিরা সাঁতার কাটে।
পশুরা স্থায়ী দাড়িয়ে থাকে, গাছগুলো সব হাটে।
জমিনে জ্বলছে উজ্জ্বল তারকা, আকাশে চলছে গাড়ি,
রাতের বেলায় দিনের আলো, আর শূন্যে ভাসছে বাড়ি।
বয়স বাড়লে বুড়োরা জোয়ান হয়, জোয়ানরা হয় শিশু।
মানুষগুলো খাচ্ছে যে ঘাস, আর ময়ূর খাচ্ছে লিচু।
জনগণ থাকে রাজপ্রাসাদে, রাজা মাঠে ঘাটে,
চালাক লোকেরা করছে বোকামি, বোকায় ফন্দি আঁটে।
ছাত্ররা সব শিক্ষা দিচ্ছে,  শিক্ষক বেঞ্চে পড়ে।
রাজনীতিবিদ করছে চিকিৎসা, ডাক্তার রাজনীতি করে।
হাটতে থাকলে স্বপ্ন দেখে,  ঘুমিয়ে ব্যবসা করে,
রোগীরা সব দৌড়ে বেড়ায়, সুস্থ মানুষ মরে।
তুমি যাবে ভাই, যাবে মোর সাথে, আজগুবি সেই দেশে।
গেলেই দেখবে, মজার জিনিস, গাছেরা সব হাসে।