বাঙালী বীরের জাতি আমরা সবাই মানি,
আরেকটা আছে পরিচয় দুর্নীতির খনি।
দুর্নীতির ভাইরাস এদের রক্তের মধ্যে বয়,
যুগে যুগে শুনে এসেছি সব মুরুব্বিরা কয়।
কিন্তু আমি মানতে নারাজ আমার যুক্তি ভিন্ন,
একটি শিশু জন্ম নিলে জ্ঞান থাকে তার শূন্য।
সাদা খাতায় লেখা যায় ভালো মন্দ সবই,
একটি মানুষ খারাপ হলে সেই সমাজই দায়ী।
নবীনেরা দুর্নীতি শেখে প্রবীণদের দেখে,
সুশিক্ষা এড়িয়ে গিয়ে মন্দ কাজই শেখে।
দুনিয়াবী মোহে পড়ে যারা করছ দুর্নীতি,
অন্তরে নাই কি তাদের মরণের ভয়ভীতি।
যাদের জন্য করছে চুরি এর দায় নিবে না তারা,
শেষ বিচারের দিনে সে যে হবে সব কূল হারা।
তাই সময় থাকতে এসো সঠিক পথে আয় করি।
দুর্নীতি না করে বাংলায় স্বর্গ নগর গড়ি।