একটি গল্প লিখার আশায়,
কত রাত কাটাই ভাবনায়,
খাতা কলম নিয়ে থাকি বসে,
যদি কল্পনায় কেউ আসে।
গল্প আর লেখা হয় না।


একটি গল্প লিখব বলে,
আমি বহুদুর যাই চলে,
থাকি পথের পানে চেয়ে,
যদি আসে রুপসী মেয়ে,
কেউ আর দেখা দেয় না।


একটি গল্প বানাব তাই,
সবুজ শ্যামল মাঠে যাই,
বলি একটু প্রেম দেবে?
তুমি পরে বলিও ভেবে,
সে আর কথা বলে না।


একটি গল্প লিখতে গিয়ে,
ভাবছি লিখব কাকে নিয়ে,
আমি খুজি যাকে কৌশলে,
তাকায় সে ভৎসনার ছলে।
ভয়ে কল্পনায় আসে না।


বসেছি খাতা কলম নিয়ে।
হঠাৎ  শুনি তার বিয়ে,
মন হয়ে গেলে এলোমেলো,
মাথার গল্প সব চলে গেলো,
গল্প আর লেখা হলো না।