বিদ্যালয়ে  ভর্তি হয়ে
ক্লাসে মনোযোগ নাই,
পরীক্ষা দিয়ে সবাই
ভাল রেজাল্ট চাই।
পরীক্ষার আগের দিন
বইয়ের পাতা কাটে,
বই কম্পোজ করার জন্য
কমন প্রশ্ন ছাটে।
দৌড়ে যায় বাজারে,
গাইড ফটোকপি করে,
কম্পোজ কপি দিয়ে
শার্ট-প্যান্টের পকেট ভরে।
পরীক্ষার হলে গিয়ে
এদিক ওদিক চায়,
বুক কাপে দুরুদুরু,
এই বুঝি ধরা খায়।
কেউ ভাবে সে জ্ঞানী,
তাই করে না নকল,
পড়া মুখস্থ করতে তাদের
মাথায় যায় ধকল।
প্রশ্নের উত্তর না বুঝে তারা
মুখস্থ  উত্তর  লেখে,
উত্তর দেয় কেউ  পাশের জনের
খাতার লেখা দেখে।
ভাল রেজাল্ট পেয়ে তারা
সাজতে চায় হিরো,
কিন্তু তারা জানেনা তাদের
শিক্ষা হলো জিরো।
জীবিকার তাগিদে এবার,
ভাল চাকরি চাই,
বেকার জীবন কাটাতে হয়
যার মামাখালু নাই।
সময় নষ্ট না করে উচিৎ
লেখাপড়া করা,
শিক্ষক যা বুঝায় তা
মনোযোগ দিয়ে পড়া।
বেছে বেছে বই না পড়ে
সব খানে চোখ রাখি,
বিষয় বস্তুর কোথাও যেন,
পড়ে যায় না ফাঁকি।
পাঠ্যবইয়ের সবকিছু তাই
শিখতে হবে ভাই।
একটা কথা মনে রেখ,
শিক্ষার বিকল্প নাই।
রেজাল্ট যতোই ভালো কর
এদিক সেদিক করে,
ভাল শিক্ষা নাহলে,
বেকার পড়ে থাকবে ঘরে।
আত্নীয় স্বজন সবাই তখন
করবে অবহেলা,
বুঝবে তখন,কেমন লাগে?
বেকার জীবনজালা।
সময় থাকতে এসো সঠিক
শিক্ষা গ্রহন করি,
বাঁকা পথে না চলে তাই
আসল জীবন গড়ি।


২০.০৪.২০২০