আগে আমরা মাঠে গিয়ে খেলেছি ফূটবল,
পাড়ার ছেলেরা সবাই মিলে গড়েছি একটি দল।
বিকাল বেলা খেলার মাঠে করেছি কোলাহল,
আনন্দে হয়েছি আত্বহারা যখন হয়েছে গোল।
প্রতিযোগিতায় খেলেছি আমরা পাশের গ্রামের সাথে,
চাঁদা তুলে শীল্ড কাপ কিনে আনন্দে উঠেছি মেতে।
খেলার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি বারবার,
আনন্দ করেছি সবাই মিলে হউক জিত বা হার।
ছেলে মেয়েরা সবাই মিলে খেলেছি দাড়িয়াবান্ধা,
গল্পগুজবে কাটিয়েছি সময় ছিল না বাজে ধান্দা।
বিদ্যালয়ে গিয়েছি আমরা দলবেঁধে আনন্দ উল্লাসে,
আম, জাম আর বরই পেড়ে খেয়েছি অনায়াসে।
ডুব দিয়ে লুকোচুরি খেলে কাটিয়েছি ঘন্টার পর ঘন্টা,
নদীর পারে  ঘুরে বেরিয়ে সতেজ করেছি মনটা।
পড়া না বুঝলে বড় ভাইয়েরা বুঝাত সহজ করে,
জটিল পড়া বুঝিয়ে নিতাম স্কুল শিক্ষককে ধরে।
গ্রামের বড়দের শ্রদ্ধা করেছি, দেখলে দিয়েছি সালাম,
আশির্বাদ করেছে মাথায় হাত দিয়ে, পড়েছে দোয়া কালাম।
এখন ছেলেদের খেলা নয়, হাতহাতে মোবাইল,
মোবাইল এর নেশায় পড়ে হাজার টাকা দেয় বিল।
দিনে রাতে মোবাইল হাতে বাজে সিনেমা দেখে,
গেম খেলে ও ফেসবুক চালায় লেখাপড়া রেখে।
বাবা মায়ের শাসন বারন মানতে চায় না তারা,
অপকর্ম আর বাজে আড্ডায় মেতে ওঠে পাড়া।
হারিয়ে গেছে হৃদয় থেকে আবেগ আর মানবতা,
জানে না তারা, কি করলে পাবে জীবনের সফলতা।
মাদকের নেশায় মাতাল হয়ে পড়ে থাকে রাতদিন,
রাস্তায় দাঁড়িয়ে যুবতী মেয়েদের উত্যক্ত করে, দৈনন্দিন।
এ সবই তাদের জীবনের কাল বুঝাতে পারে না কেউ,
বুঝেনা তারা পাড়ি দিতে হবে জীবন সাগরের ডেউ।
নেশার রঙ্গিন জগতে হেলায় জড়িয়ে পড়োনা ভাই,
হেলায় সময় কাটিয়ে দেখবে অসময়ে পাশে কেউ নাই।
অনুশোচনা করবে হারিয়ে জীবন গড়ার সময়,
সঠিক কাজে সময় ব্যয়ে, জীবনে হবে হবেই জয়।