ঢাকা থেকে রওনা হয়ে বরগুনার পানে,
লঞ্চে চড়ে যাচ্ছে বাড়ি গ্রামের টানে।
গভীর রাতে শুয়ে সবাই ঘুমিয়ে বিভোর,
হঠাৎ  লোকের চিৎকারে কেঁপে ওঠে অন্তর।
মুহুর্তে ছড়িয়ে পড়ে সর্বনাশী হুতাশন,
অথৈত জল পাশেই তবুও নেভায়নি আগুন।
হারিয়ে যায় তাঁজা প্রাণ অনলে পুড়ে,
কেউবা আবার ছাড়ে জগৎ জলে ডুবে মরে।
এত জল থাকতে কাছে এর হয়নি ব্যবহার,
প্রযুক্তি প্রয়োগ থাকলে, আগুন মানতো হার।
এমনিভাবে আসবে না কাজে ধন কুবেরের টাকা,
নিশ্বাস যখন চলে যাবে সবই হবে ফাঁকা।
সম্পদের পাহাড় হয়ে পড়ে থাকবে জমা,
অবৈধ টাকার জোরে পাবে নাক ক্ষমা।
সময় থাকতে প্রস্তুত রাখ প্রয়োজনীয় সরঞ্জাম,
টাকার পিছে না ঘুরে, কর পূণ্য কাম।