"ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর"
তাই, আমি ধুমপান করব না আর।


কথাটি আমার না, আমার বন্ধু রুমেলের
রাখতে পারেনি কথা, নেশায় মেতেছে ফের।
একবার নয়, দুবার নয়, বারবার প্রতিজ্ঞা করে,
কয়েকদিন না যেতেই, আবার সিগারেট ধরে।
আমি বলি, কি দরকার, প্রতিজ্ঞা করার?
শত চেষ্টাতেও রাখতে পারিসনা মর্যাদা যার।
নির্লজ্জের মতো হেসে বলে, আচ্ছা সিগারেট বাদ!
সিগারেট না খেয়ে কিছুদিন, অন্তরে সে কি তার আর্তনাদ।
একদিন দেখি, রাস্তার মোড়ে চারা বটগাছ তলায়,
সিগারেট খেয়ে আমার বন্ধু ফুঁ দিয়ে ধোঁয়া উড়ায়।
আমায় দেখে হঠাৎ সে চমকে গিয়ে, আমতা আমতা করে।
কথা দিয়েছিল, ধুমপান করবে না, এজন্য ভয়ে মরে।
শত বুঝিয়েও করতে পারিনি, তার ধুমপান বন্ধ।
আমাকেও খেতে বলে, মাঝে মাঝেই এ নিয়ে হতো দ্বন্দ।
একদিন বিকেলে ক্লাবের মাঠে খেলছি ফুটবল,
বলের পিছে দৌড়াতে দৌড়াতে সে হয়ে যায় দুর্বল।
বলে লাথি মেরে হঠাৎ সে বলে, বন্ধু, তোরা আমাকে ধর,
কি হয়েছে তোর?  দৌড়ে গিয়ে বলি, তারাতারি শুয়ে পড়।
সেই শোয়া তার শেষ শোয়া হবে, কখনো ভাবিনি আগে।
সেদিনের স্মৃতি মনে পড়লেই, বুকে বড় ব্যথা জাগে।
মন মানল না, বেঁচে আছে ভেবে,  নিয়ে গেলাম  হাসপাতালে।
পরিক্ষা করে, ডাক্তার বলে, গেছে সে দুনিয়া ছেড়ে চলে।
পোস্ট মর্টেম রিপোর্ট পেয়ে, আমি দেখি তা বার বার।
অতিরিক্ত ধূমপানে কারণে, হয়েছিল তার ফুসফুস ক্যান্সার।
মাঝে মাঝে ভাবি, বন্ধু, যে প্রতিজ্ঞা তুমি, করেছিলে আগে।
যদি মানিতে, তাহলে কি এত তারাতাড়ি দুনিয়া ছাড়া লাগে?


লেখাটি কারো জীবনের কাহিনি নয়, শুধুমাত্র কল্পনার ভিত্তিতে লেখা।