আরবের এক বিখ্যাত নগরী যার নাম ছিল মক্কা,
বসত করত উশৃংখল লোক কাউকে করত না তোয়াক্কা।
নেশায় মত্ত, নারী সম্ভোগ, জোয়ায় ব্যস্ত সারাক্ষণ,
জুলুম অত্যাচার করে দুর্বলের সম্পদ করত ভক্ষন।
সেখানে বাস করত এক সম্ভ্রান্ত বংশ, কুরাইশ নাম,
আবদুল মুত্তালিব সেই বংশের যার ছিল খুব সুনাম।
তার পুত্র আব্দুল্লাহ ছিল উত্তম স্বভাবের লোক,
অনেক নারী তার জন্য পাগল দেখে কপালের ঝলক।
আমিনা নামক এক রমণী তার জীবন সঙ্গী হলো,
মা আমিনার গর্ভে আমাদের প্রিয় নবী এলো।
মায়ের গর্ভে ছমাস রেখে পিতা ব্যবসা করতে যায়,
মাতৃগর্ভে থাকতেই রাসুল তার বাবাকে হারায়।
১২ ই রবিউল আউয়াল, ২৯ আগষ্ট ৫৭০ সালে,
জগতে শ্রেষ্ঠ মানব জন্ম নিল সুবহে সাদিক কালে।
আদর করে দাদা তার নাম রাখিল মুহাম্মদ (সাঃ)।
মহান আল্লাহ আগেই তার নাম রেখেছিল আহম্মদ।
আগমনে তার আকাশে বাতাসে খুশির জোয়ার এল,
সারা দুনিয়ার মাখলুকাত আজ আনন্দে ভাসিল।