ভয়ংকর করোনা রোগ,
বয়ে এনেছে দুর্যোগ,
আমরা পোহাচ্ছি দূর্ভোগ,
কেউ কেউ করছে মরণ ভোগ।


এক মহান দায়িত্ব ভার,
কাধে নিতে হবে তোমার,
ভেবেছ কি কখনো একবার?
হে মহান নার্স ও ডাক্তার।


তুমি কি ভেবেছ কখনো?
রোগ এটা নয়তো যেনতেন,
আক্রান্ত হয় লক্ষ জনও,
বরন করিতে হয় মরণও।


জীবনের বড় ঝুঁকি নিয়ে,
মৃত্যুপুরির কাছে গিয়ে,
দক্ষ হাতে সেবা দিয়ে,
রোগীদেরকে তুলছ বাঁচিয়ে।


দিনে রাতে কষ্ট করে,
করছ সেবা ভক্তি ভরে,
চোখের সামনে যাচ্ছে মরে,
দেখেও মনকে রাখছ ধরে।


কেউ কেউ সেবা করতে গিয়ে,
নিজেই রোগে পীড়িত হয়ে,
জীবন যুদ্ধে পরাজিত হয়ে,
মৃত্যুর কাছে পড়ছে নুয়ে।


তোমাদের এই মহৎ কার্য,
জীবনে আনে নয়া প্রাচুর্য,
আল্লাহর কাছে করি আর্য,
সৎ প্রতিদান  করিও ধার্য।