শেষ কবে আনন্দে লাফিয়েছি
মনে নেই।
হয়তো ছেলে বেলায়।
হয়তো গাছ থেকে ঢিল ছুড়ে
কুল পেড়ে,
নয়তো ঘুড়ির সুতো কেটে
থাক, মনে করতেও চাইনা।
মনে করলেই কষ্ট বাড়ে
কিন্তু, কষ্ট  কাঁদায় না।
কাদায় তো সুখ।
কষ্ট কেড়ে নেয় ভাষা।
সুখ দেয় বিলাপ
আর দিয়ে যায় কেবলই অস্ত্রু,
কি অদ্ভুত!!!
সুখের কথা ভেবেই কাঁদি
আবার কেঁদেই পাই সুখ।
সে সুখের জন্যই
যেন কাঁদতে পারি
এ আশায় বাধি বুক